Get 5000 followers at fast starting your facebook page | best tips and trick 2023
বিষয়ঃ
ফ্রীতে ৫০০০ ফলোয়ার নিয়ে শুরু করুন আপনার ফেইসবুক পেইজ | facebook page
উদ্দেশ্য
আজ আমি আপনাদের দেখাব কিভাবে শুরুতেই ৫ হাজার অথবা ১০ হাজার ফলোয়ার নিয়ে একটি ফেসবুক পেজ রান করাবেন যা আপনার অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে।
যারা ভাবছেন ছোটখাটো ব্যবসা শুরু করবেন, অথবা প্রতিষ্ঠানের জন্য ফেইসবুক পেইজ বানাবেন যেখানে বিভিন্ন পরিসেবা সম্পর্কিত প্রচারনা চালাবেন অথবা বিজ্ঞাপন প্রচার করবেন, অথবা আপনি যদি ব্যক্তিগত ব্লগিং এর জন্য পেইজ বানানোর কথা ভেবে থাকেন, তবে এ ভাবনার সাথে আরো একটি ভাবনা নিশ্চয়ই ক্লান্ত করে তুলছে আপনাকে, যে ভাবনাটি হলো ভলেন্টিয়ার্স।
পেইজ খুললেই ত হবে না, কন্টেইন বানাতে হবে তা আবার কাঙ্খিত ব্যক্তিদের বেছে বেছে পৌঁছাতে হবে, যে কাজটি শুরুতে সবাই "বুস্ট" অপশনটি ব্যবহারের মাধ্যমে করে থাকে তবে বুস্টের জন্য টাকা খরচ করতে হয়।
সত্যতা
এটি ১০০% রিয়েল যা ফেইসবুক কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত তবে ফেসবুক এই সিস্টেমটিকে বলে, "account to page migrate" অর্থাৎ একটি আইডিকে পেজে নিয়ে আসা।
ভিন্ন রেফারেন্স থেকে জেনে নিন এ সম্পর্কে।
সতর্কতা
কাজটি নির্ভুল ভাবে করতে হবে, সতর্ক ভাবে কিছু ব্যপার লক্ষ না করলে পেইজ পাবেন ঠিকই ফলোয়ার গুলো মিস হয়ে যাবে।
তাই স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিও।
intro
মাইদুলস ওয়ার্কটিউব থেকে আমি মাইদুল ইসলাম চৌধুরী আছি আপনাদের সাথে।
কাজের ধাপ
প্রথমে আমরা একটি ফেইসবুক একাউন্ট খুলব।
আইডির নাম যা ইচ্ছা দিতে পারেন, পরবর্তীতে নাম এবং লিঙ্ক পরিবর্তন করা যাবে।
কিভাবে ফেইসবুক আইডি খুলবেন আমার এই ভিডিওটি দেখে নিন।
__________-________________
__________________________
ফেইসবুক আইডি খুলা হয়ে গেলে এবার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস গুলো ঠিক করে নিতে হবে।
এর জন্য, সেটিংস-এ গিয়ে প্রাইভেসিতে যাবেন, এবং একটি অপশন পাবেন "who can follow me?" এই নামে, আমাদের এতে ডুকে "friends" থেকে " public " করে দিতে হবে, অর্থাং কেবল বন্ধুরাই নয়, এখন সাধারণ পাবলিক সবাই আমার পেইজটিকে ফলো করতে পারবে।
আরেকটি সেটিংস এখন করে নিতে হবে, " who can send me a friend request? " এই অপশনটিকে খুঁজে নিতে হবে, এবং নিশ্চিত হয়ে নিতে হবে তা "public" করা আছে কিনা, না করা থাকলে "public" করে নিতে হবে। এই অপশনটি আমাদের সাহায্য করবে "পারস্পারিক বন্ধুরা ছাড়াও যারা একদমই অপরিচিত, তারাও ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে পারবে। ওপরের " who can follow me" অপশনটি এখন কার করবে অর্থাৎ, অপরিচিত যারা আমাদের ফ্রেন্ড রিকুয়েষ্ট দিবে, এবং আমরা যদি রিকুয়েষ্টগুলো একসেপ্ট না করি তাহলে তারা ফলোয়ার হিসেবে যোগ হবে। অপর দিকে যারা ফ্রেন্ড লিস্টে থাকবে তারা "পেইজ লাইকার" হিসেবে যোগ হবে।
আপাতত সেটিংস এর কাজ শেষ।
এবার ৫০০০ ফ্রেন্ডস এবং ৫০০০ ফলোয়ারস বানানোর জন্য ৫/৭ দিন সময় খানিকটা খাটাখাটুনি করতে হবে।
Comments
Post a Comment