ssc marksheet

এস এস সি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ।

এস এস সি মার্কশীট বের করার জন্য এই ভিডিওটি দেখুন



এবার সারাদেশে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, এরমধ্যে পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী, যা গড়ে ৭৭.৭৭ শতাংশ,  এরমধ্যে ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ, আর ছাত্রীর পাসের হার ৭৮.৮৫ শতাংশ। 

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী, এরমধ্যে ৫৫ হাজার ৭০১ জন ছাত্র, আর ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী।
গতবার (2021) জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

মাদ্রাসা বোর্ডে এবার অংশ নেয় ২ লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী, এরমধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। 

কারিগরি বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন, এরমধ্যে পাস করে ৮২ হাজার ৯১৭ জন, যা গড়ে ৭১ দশমিক ৯৬ শতাংশ,  এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ শিক্ষার্থী।

এবার পাশের হার ৯৩.৫৮ শতাংশ।


এসএমএস এর মাধমে এস এস সি রেজাল্ট জানবেন যেভাবে


          প্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSC<Space> আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এবং সেন্ড করুন 16222 নম্বরে।
উদাহরণঃ SSC Dha 544530 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেভাবে মেসেজের মাধ্যমে রেজাল্ট জানবেন যেভাবে


        মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এবং সেন্ড করুন 16222 নম্বরে।
উদাহরণঃ Dakhil Dha 847630 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য

         মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ SSC Tec 9383843 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।


অনলাইনে সরাসরি রেজাল্ট দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 






 



Comments

Popular posts from this blog

Hi

Get 5000 followers at fast starting your facebook page | best tips and trick 2023