শিক্ষা প্রসঙ্গ
শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষা সবার জন্য প্রয়োজন। শিক্ষায় শিক্ষিত হবো আমি, শিক্ষায় শিক্ষিত হবে আমার বিবেক, শিক্ষায় শিক্ষিত হবে আমার বোধ, শিক্ষিত হবে আমার আচরণ ও ব্যবহার। তার সাথে শিক্ষায় শিক্ষিত হবে - আমার ভাই, বোন, আমার পরিবার, আমার বন্ধু। শিক্ষায় শিক্ষিত হবে পথে ঘুমিয়ে থাকা শিশুটি, তার ছোট বোন বা বড় ভাইটি। শিক্ষা আমাদের অধিকার সচেতন হতে শেখায়, শিক্ষা আমাদের প্রকৃতিকে জানতে শেখায়, শিক্ষা আমাদের বিবেকে নিজের স্বরূপ বোধ জাগায়, শিক্ষা আমাদের মানবিক হতে শেখায়। শিক্ষা আমাদের ইতিহাসের সাক্ষ্য দেয়, শিক্ষা আমাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলে, শিক্ষা নন্দনতত্ত্বের কথা বলে।
এই পাঠ্য পড়ার মাঝে আপনারা শিক্ষার্থী আছেন, অভিভাবক আছেন, শিক্ষক সমাজের অনেকেই আছেন। এদিকে শিক্ষার্থীদের যদি জিজ্ঞাসা করা হয়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী অথবা পড়াশোনা করার পর কী হবেন? আপনারা বলবেন, কেউবা শিক্ষক-শিক্ষিকা হবেন, সফল উদ্যোক্তা হবেন, সৎ উকিল হবেন কিংবা আদর্শবান ডাক্তার হবেন। মূলত অর্থনৈতিক মুক্তি কামনায় যখন শিক্ষা গ্রহণ করা হয়, তখন তা একটি জাতির মেরুদণ্ড অপেক্ষা ওই জাতিটার কলঙ্কেরই ধারক বাহক। তার জন্যই শিক্ষা বা পড়াশোনার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক এবং বেশ কিছু শিক্ষক-শিক্ষিকার কাছেও নিজস্ব শক্তিবল হারাচ্ছে।
শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো শিক্ষাও আমাদের মৌলিক অধিকার। শিক্ষা মূলত আপনার জানতে চাওয়ার পিপাসাটুকু মেটাবে। শিক্ষা মূলত আপনাকে যুক্তির কাঠগড়ায় ন্যায়নীতির সংঘর্ষে প্রশ্নবিদ্ধ করাবে, সত্য আর সুন্দরের প্রত্যাশায়। শিক্ষা নান্দনিক দৃষ্টি দান করে। শিক্ষা অনুভূতি জাগ্রত করে প্রত্যাশিত এক সম্ভাবনায়। শিক্ষা ইতিহাস সচেতন করায়, শিক্ষাই বিপ্লব ঘটায়।
Comments
Post a Comment